শিক্ষা জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। পৃথিবীতে যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। দেশের বিশাল জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার একমাত্র হাতিয়ার হচ্ছে শিক্ষা। তাই শিক্ষাই হলো দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের পূর্ব শর্ত অর্থাৎ শিক্ষা জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। দেশ, জাতি সর্বোপরি মানবতার কল্যাণে মহান ভূমিকা পালন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘মেহের গণি মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট’’। আর শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে আদর্শবান, দক্ষ, দেশ প্রেমিক ও নৈতিক গুনে গুনাম্বিত নাগরিক হিসাবে গড়ে তোলার মানষে ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে পূর্ব ধলই খাদিজা মালেক উচ্চ বিদ্যালয়’’। ২০১২ I ২০১৩ সালে পর পর ২ বছর এস.এস.সি পরীক্ষায় বিদ্যালয়টি শতভাগ ফলাফল অর্জন করেছে। শিক্ষার্থীদের এ সাফল্যের পিছনে রয়েছে প্রতিষ্ঠানের সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা। এ সুন্দর প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে এটাই আমার প্রত্যাশা। এই বিদ্যালয় আমার স্বপ্ন ও সাধনার বাহন। আমার সারা জীবনের পরিশ্রমের মাধ্যমে অর্জিত সম্পদ, অর্থ ও নিরলস শ্রম দিয়ে সন্তানের মত লালন করে যাচ্ছি প্রিয় এই প্রতিষ্ঠানটিকে। অত্র বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী যদি জ্ঞানে গুনে গড়ে উঠে, জীবনকে সুন্দর করে তোলে, তখনই ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ও গৌরব চারিদিকে ছড়িয়ে পড়বে। সন্তানসম কৃতি শিক্ষার্থীদের গৌরবে আমরাও হব গৌরবান্বিত। এই শিক্ষা প্রতিষ্ঠানটি চিরকাল শিক্ষার আলো ছড়িয়ে যাক, শিক্ষার্থীর হৃদয়ে আমাদের চিরস্থায়ী আসন হোক। তাছাড়া ইসলামি শিক্ষা প্রসারে মেহের গণি মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত বায়তুল আহসান জামে মসজিদ কমপ্লেক্স ও বায়তুল এহসান ফোরকানিয়া মাদ্রাসা স্হাপন করা হয় ।
মানুষের হৃদয়ে আমরা চিরকাল বেঁচে থাকি-পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট এটাই কামনা।
আল্লাহ আমাদের সহায় হোক।
(আলহাজ্ব আব্দুল মালেক)
প্রতিষ্ঠাতা ও সভাপতি
মেহের গণি মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট
ও
পূর্ব ধলই খাদিজা মালেক উচ্চ বিদ্যালয়
ফটিকছড়ি, চট্টগ্রাম।