Tel:+88-01775543852 / 01713093414

Email:info@maherganimwtrustbd.com

  • Our College1
  • The Library
  • Our College Teacher
  • lacturec
  • Computer Lab
  • College library
  • Exam Hall

অধ্যক্ষের বাণী

পীর, মুর্শিদ ও আউলিয়াগণের পূণ্যভূমি চট্টগ্রাম জেলার ঐতিহ্যমন্ডিত ফটিকছড়ি উপজেলার অন্তর্গত বৈচিত্র্য প্রবাহমান রূপসী নদী ‘হালদা’র কূল ঘেষে শ্যামল ছায়া ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে ১৯৯৫ সালে স্থাপিত হয় ‘‘পূর্ব ধলই খাদিজা মালেক স্কুল এন্ড কলেজ’’। বিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় ও চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত। বিদ্যালয়টিতে লেখাপড়ার সকল প্রকার সুযোগ সুবিধা বিদ্যমান। পৃথক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, মহিলা এবাদত খানা,শৌচাগার ও বিশাল অডিটরিয়াম রয়েছে। বিশ্বায়নের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন গুণগত মান সম্পন্ন শিক্ষা। শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের গৃহিত কর্মসূচি বাস্তবায়নে এই প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার মানসে অত্র বিদ্যাপিঠের সুযোগ্য ম্যানেজিং কমিটি, নিবেদিত প্রাণ এলাকাবাসী এবং সচেতন অভিভাবকদের মন্ডলীর সহায়তায় আমাদের মেধাবী শিক্ষকবৃন্দ গভীর নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।এখানে পাঠক্রমিক শিক্ষার পাশাপাশি সহ পাঠক্রমিক শিক্ষায়ও সমান গুরুত্ব দেয়া হয়।এই প্রতিষ্ঠানটি নৈতিক শিক্ষায় শিক্ষিত, মেধা ও মননে পরিশীলিত, মানবতার মন্ত্রে উজ্জীবিত দক্ষ মানব সম্পদ তৈরীর মাধ্যমে দূর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অব্যহত প্রয়াস চালিয়ে যাবে এই কামনা করি।


     (মোঃ মোখলেছুর রহমান)
                অধ্যক্ষ
পূর্ব ধলই খাদিজা মালেক স্কুল এন্ড কলেজ
       ফটিকছড়ি, চট্টগ্রাম।