Tel:+88-01775543852 / 01713093414

Email:info@maherganimwtrustbd.com

  • Our College1
  • The Library
  • Our College Teacher
  • lacturec
  • Computer Lab
  • College library
  • Exam Hall

প্রতিষ্ঠানের ইতিহাস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর নিয়ম কানুনের আওতায় মেহের গনি মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব ধলই খাদিজা মালেক স্কুল এন্ড কলেজ । প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি এলাকার মানসম্মত শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক ২০০৬ সালে পাঠদানের প্রাথমিক অনুমতি, ২০০৯ সালে একাডেমিক স্বীকৃতি ২০১০ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি , ২০১৩ সালে মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি এবং ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পাঠদানের অনুমতি লাভ করে। মাধ্যমিক ও  উচ্চ মাধ্যিমক পর্যায়ে তিনটি বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) চালু রয়েছে। পৃথক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরী ও সুবিশাল অডিটরিয়াম রয়েছে। শুধু পাঠদান করায় এই বিদ্যালয়ের উদ্দেশ্য নয়। শিক্ষিত, সৎ ও দেশ প্রেমিক সুনাগরিক গড়ে তোলাও এ বিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য।   

 

পুর্ব ধলই খাদিজা মালেক স্কুল এন্ড কলেজ এর
বিভিন্ন পরীক্ষার সফলতার ধরনঃ
সাল    পরীক্ষার নাম    পরীক্ষার্থী    মোট পাশ    পাশের শতকরা হার
২০১২    এস.এস.সি          ২৯জন        ২৯জন          ১০০%

২০১৩   এস.এস.সি           ২৫ জন       ২৫ জন         ১০০%

২০১৪    এস.এস.সি           ৩৮ জন      ৩৬ জন       ৯৪.৭৪%  

২০১৫    এস.এস.সি           ২২ জন        ১৭             ৭৭.২৭%

 

সাল    পরীক্ষার নাম    মোট পরীক্ষার্থী    মোট পাশ    পাশের শতকরা হার

২০১০    জে.এস.সি          ৪০ জন               ২৮ জন         ৭০%

২০১১    জে.এস.সি          ৬০ জন               ৫১ জন         ৮৫%

২০১২    জে.এস.সি          ২৯ জন               ২৬ জন         ৮৯.৭%

২০১৩    জে.এস.সি          ৪৬ জন               ৪১ জন         ৮৯.১৩%

২০১৪    জে.এস.সি          ৬০ জন               ৬০ জন          ১০০%

২০১৫    জে.এস.সি          ৬২ জন               ৬০ জন          ৯৬.৭৭%(A+ ৫জন )