১। নাম : মেহের গণি মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট।
২। কার্যালয় : এই ট্রাস্টের অস্থায়ী রেজিস্টার্ড কার্যালয় গ্রামঃ পূর্বধলই, ডাকঘরঃ ছাদেক নগর,থানাঃ ফটিকছড়ি, চট্টগ্রাম।
৩। অধিগ্রহণ : পূবর্ধলই খাদিজা মালেক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ , পূর্বধলই কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র (কারিগরি শিক্ষা), হাতে সেলাই বুটিক প্রশিক্ষন কেন্দ্র, খাদিজা মালেক বয়স্ক ও প্রসুতির সেবা চিকিৎসালয় পরিচালনা গ্রহন করা এবং উহার সকল সম্পত্তি যেমন জায়গা, ভবনাদি ও অন্যান্য স্থাবর, অস্থাবর সম্পত্তিসমূহ অধিগ্রহণ এবং ট্রাস্টের নামে অন্তর্ভুক্তকরণ ও তাহার রক্ষণাবেক্ষন ও পরিচালনা করা । অতঃপর উল্লেখ্য প্রতিষ্ঠানের নিজ নামে কোন সম্পত্তি বা দায় দেনা থাকিবেনা।
৪। ট্রাস্টের প্রকৃতি: এই ট্রাস্ট জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ এবং শিক্ষা ও গবেষনামূলক কার্যক্রম পরিচালনা করিবার নিমিত্তে গঠিত ও প্রতিষ্ঠিত। এই ট্রাস্ট বেসরকারী পর্যায়ে আন্তর্জাতিক মানের শিক্ষা, সমাজসেবা ও ব্যবস্থাপনা উন্নয়ন একাডেমীর প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব পালন করিবে।
৫। উদ্দেশ্য ও লক্ষ্য:
৬। ট্রাস্টের আয়ের উৎস ব্যায়ের খাত :
ক) এই ট্রাস্টের আয় ও সম্পদ সমূহ, ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে ব্যায় করা হইবে।
খ) সদস্যবৃন্দের চাঁদা,দান,অনুদান,মঞ্জুরী ইত্যাদি থেকে প্রাপ্ত অর্থ।
গ) বিভিন্ন প্রকল্প থেকে প্রায় অর্থ।
ঘ) বৈদেশিক সাহায্য দাতা সংস্থা থেকে প্রাপ্ত আয়।
৭। ট্রাস্টের বিলুপ্তি : ট্রাস্টী বোর্ডের সাধারণ পরিষদের সাধারণ সভায় তিন চর্তুথাংশ ভোটে গৃহীত সিদ্বান্ত মোতাবেক এই ট্রাস্টের দায় দেনা পরিশোধান্তে যদি কিছু উদ্বৃথ সহায় সম্পদ থাকে উহা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সদস্যদের মাঝে বন্টন করা হবে।
৮। ট্রাস্ট র্কাযক্রম পরচিালনার জন্য ১১ (এগার) সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিঠি থাকবে । এই কার্যকারী কমিঠি দ্বারা ট্রাস্টের যাবতীয় কার্যাদি পরিচালিত হবে এবং ৮ (আট) সদস্য বিশিষ্ট একটি উন্নয়ন কমিটি থাকিবে তাহারা ট্রাস্ট পরিচালনা কমিটির সাথে কার্যক্রমে সহযোগিতা করিবে।