Tel:+88-01775543852 / 01713093414

Email:info@maherganimwtrustbd.com

  • Our College1
  • The Library
  • Our College Teacher
  • lacturec
  • Computer Lab
  • College library
  • Exam Hall

উদ্দেশ্য ও লক্ষ্য:

১) এই ট্রাস্ট শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করিবে।


২) এই ট্রাস্ট শিক্ষা ব্যবস্থাপনার উপর আন্তর্জাতিক মানের সেমিনার অনুষ্ঠান, লাইব্রেরী প্রতিষ্ঠা এবং গবেষনা মূলক কার্যক্রম পরিচালনা করিবে।


৩) নিরক্ষরতা দূরীকরনের জন্য ও বয়স্ক লোকদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন।


৪) জনগনকে স্বাস্থ্য পরিচর্যা ও পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করার জন্যে প্রচার-প্রচারনা ও সেমিনারের আয়োজন ও স্বল্প মেয়াদী কর্ম শিবিরের আয়োজন করা এবং জন্ম নিয়ন্ত্রণের যাবতীয় পদ্ধতির সুযোগ সুবিধা সহ সার্জিক্যাল (অস্ত্রোপচার) সুবিধা ও বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করা ও দরিদ্র জনগণের ফ্রি চিকিৎসার জন্য ক্লিণিক ও মাতৃ সদন স্থাপন করা।